ইসকন পট্টমুন্ডাই

ওড়িশা রাজ্যের কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত ইসকন পট্টামুন্ডাই হল গদাইগিরিতে অবস্থিত শ্রী শ্রী রাধা গোপাল জিউ মন্দিরের একটি সম্প্রসারণ। প্রাচীন বৈষ্ণব সংস্কৃতি, আত্মোপলব্ধি , জৈবিক কৃষি, গো-রক্ষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বর-কেন্দ্রিক জীবনধারা সম্পর্কে মানুষকে শিক্ষা প্রদান করার লক্ষ্যে, পরম পূজ্য হলধর স্বামী মহারাজের নির্দেশনায় এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে ।

পরম পূজ্য হলধর স্বামী মহারাজ

পরম পূজ্য হলধর স্বামী মহারাজ

পরম পূজ্য হলধর স্বামী মহারাজ হলেন শ্রী শ্রীমদ গৌর গোবিন্দ স্বামী মহারাজের অন্যতম প্রধান শিষ্য। মন্দিরে পূর্ণকালীন ব্রহ্মচারী রূপে যোগদান করার সাথেসাথেই তিনি সংকীর্তন দলের পরিক্রমার সেবায় নিজেকে নিয়োজিত করেন।

Shri Shrimad Gaur Gobind Swami Maharaj

Shri Shrimad Gaur Gobind Swami Maharaj

শ্রী শ্রীমদ গৌর গোবিন্দ স্বামী মহারাজ ৪৪৩ গৌরাব্দের (১৯২৯ সাল) ২রা সেপ্টেম্বর ভারতবর্ষের ওড়িষ্যা রাজ্যে আবির্ভূত হন। শ্রীশ্যামানন্দ প্রভূর সময়কাল পর্যন্ত তাঁর পূর্বপুরুষগণ এবং অনুরূপ ভাবে তাঁর পিতা-মাতা ছিলেন শ্রী কৃষ্ণ ও জগন্নাথের পরম ভক্ত।

H H Srila Prabhupada

H H Srila Prabhupada

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তথা অভয় চরণ দে ১৮৯৬ সালের ১ লা সেপ্টেম্বর কলকাতার এক ধার্মিক হিন্দু পরিবারে আবির্ভূত হন। তিনি ক্রমে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এক তরুণ যুবক হয়ে ওঠেন এবং তাঁর দেশমাতৃকার মুক্তির জন্য মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগদান করেন।

Latest Articles

The latest articles from our blog, you can browse more
পরম পূজ্য হলধর স্বামী মহারাজ

পরম পূজ্য হলধর স্বামী মহারাজ

পরম পূজ্য হলধর স্বামী মহারাজ হলেন শ্রী শ্রীমদ গৌর গোবিন্দ স্বামী মহারাজের অন্যতম প্রধান শিষ্য। মন্দিরে পূর্ণকালীন ব্রহ্মচারী রূপে যোগদান করার সাথেসাথেই তিনি সংকীর্তন দলের পরিক্রমার সেবায় নিজেকে নিয়োজিত করেন।

Shri Shrimad Gaur Gobind Swami Maharaj

Shri Shrimad Gaur Gobind Swami Maharaj

শ্রী শ্রীমদ গৌর গোবিন্দ স্বামী মহারাজ ৪৪৩ গৌরাব্দের (১৯২৯ সাল) ২রা সেপ্টেম্বর ভারতবর্ষের ওড়িষ্যা রাজ্যে আবির্ভূত হন। শ্রীশ্যামানন্দ প্রভূর সময়কাল পর্যন্ত তাঁর পূর্বপুরুষগণ এবং অনুরূপ ভাবে তাঁর পিতা-মাতা ছিলেন শ্রী কৃষ্ণ ও জগন্নাথের পরম ভক্ত।

H H Srila Prabhupada

H H Srila Prabhupada

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তথা অভয় চরণ দে ১৮৯৬ সালের ১ লা সেপ্টেম্বর কলকাতার এক ধার্মিক হিন্দু পরিবারে আবির্ভূত হন। তিনি ক্রমে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এক তরুণ যুবক হয়ে ওঠেন এবং তাঁর দেশমাতৃকার মুক্তির জন্য মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগদান করেন।

Quotes

Some of our latest works, you can browse more